Muharram 1430 || January 2009

মুহাম্মদ আবদুল্লাহ - কুমিল্লা

১৪৯৩. Question

গত ২৪ জুন পত্রিকার খবরে এসেছে যে, ভারত থেকে বাংলাদেশে আসার পথে একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। তাতে প্রায় ২২ কোটি টাকার লোহার তার ছিল। এখন জিজ্ঞাসার বিষয় এই যে, ২২ কোটি টাকার ভর্তূকি অথবা এর উদ্ধার খরচ কে দিবে?

উল্লেখ্য, জাহাযের চালক জানায় যে, হঠাৎ করে ব্রেকের তার ছিড়ে গিয়েছিল। ফলে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে চরের সাথে ধাক্কা খায় এবং জাহাজ এক দিকে ঝুঁকে যায়। এরপর চার-পাঁচ ঘন্টার মধ্যে জাহাজটি ডুবে যায়।

Answer

জাহাজ ছাড়ার পূর্বে যে সমস্ত বিষয় লক্ষ করে জাহাজ ছাড়তে হয়, জাহাজের দায়িত্বশীলগণ সেগুলো পরির্পূণ তদারকি করে থাকলে এবং ব্রেকের ঐ দুর্ঘটনা চালকের ত্রুটি ছাড়াই হয়ে থাকলে চালক বা জাহাজ কর্তৃপক্ষ এর জন্য দায়ী হবে না এবং তাদেরকে এর জন্য জরিমানা দিতে হবে না। কিন্তু জাহাজের চালক বা কর্তৃপক্ষের কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকলে তাদেরকে এর ক্ষতিপূরণ দিতে হবে।

-আলমুগনী ইবনে কুদামা ১২/৫৫১; মুঈনুল হুককাম পৃ. ২০৪; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছারাহ ১/৩১৩; ফিকহুস সুন্নাহ ৩/৩৬২; মাজমাউয যামানাত পৃ. ৩৪০

Read more Question/Answer of this issue