Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ আবদুল মালিক - কাপাসিয়া, গাজিপুর

১৬৭৬. Question

কোনো ব্যক্তিকে বদলী হজ্ব করার জন্য সরকারীভাবে যেতে যা খরচ হয় তা পূর্ণ টাকা দেওয়া হয়েছে। কিন্তু সে নিজের আরামের জন্য কিছু টাকা যোগ করে বেসরকারীভাবে যেতে চাচ্ছে। এ অবস্থায় বদলী হজ্ব আদায়ে কোনো সমস্যা হবে কি?

Answer

হজ্বের জরুরি খরচ দেওয়ার পর বদলী আদায়কারী নিজ থেকে অতিরিক্ত খরচ করলে বদলী হজ্ব আদায়ে ত্রুটি আসবে না। হজ্বের প্রয়োজনীয় খরচাদি পরিশোধ করাই প্রেরণকারীর দায়িত্ব। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বদলী আদায় হয়ে যাবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭; গুনইয়াতুন নসিক পৃ. ৩২৩; মানাসিকে মোল্লা আলী কারী পৃ. ৪৫৮; যুবদাতুল মানাসিক পৃ. ৪৫০; আদ্দুররুল মুখতার ২/৬০২

Read more Question/Answer of this issue