Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ মুশাররফ হুসাইন - গফরগাও, ময়মনসিংহ

১৬৭১. Question

এক ব্যক্তি মান্নত করেছে যে, যদি তার তাকবীরে উলা ছুটে যায় তাহলে যেদিন ছুটবে তার পরের দিনই সে একটি রোযা রাখবে। কিন্তু যেদিন তার তাকবীরে উলা ছুটেছে পরের দিন সে রোযা রাখেনি। এখন তার করণীয় কী? একটি রোযা রাখলেই চলবে? নাকি মান্নত ভঙ্গের কাফফারা দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত মান্নতের কারণে যেদিন তাকবীরে উলা ছুটেছে তার পরের দিন রোযা রাখা ওয়াজিব ছিল। সুতরাং ঐ দিন রোযা না রাখার কারণে ওয়াজিব তরকের গুনাহ হয়েছে। তাকে আগামী কোনো একদিন ঐ রোযাটি রাখতে হবে। এবং এর দ্বারা কৃত মান্নত আদায় হয়ে যাবে।

-সূরা হজ্ব : ২৯; সহীহ বুখারী ২/৯৯০; মুসান্নাফ ইবনে  আবি শায়বা ৭/৫২৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৭১; রদ্দুল মুহতার ২/৪৩৪

Read more Question/Answer of this issue