Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ মাহমুদ - তাড়াইল, ময়মনসিংহ

১৬৬৯. Question

মাছের ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে কিছু টাকা জামানত রাখে। যাতে পাইকাররা কোনো সময় বাকিতে মাছ ক্রয় করে টাকা না দিলে উক্ত টাকা থেকে কেটে রাখা যায়। তবে সাধারণত পাইকাররা নগদ টাকা দিয়ে মাছ ক্রয় করে। এখন জানার বিষয় এই যে, তাদের জন্য জামানত রাখা সহীহ হবে কি না এবং ঐ টাকা তারা নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে কি না?

 

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী মাছ ব্যবসায়ীদের থেকে জামানত হিসেবে টাকা রাখা বৈধ। তবে সিকিউিরিটি বা জামানতের টাকা হেফাযত করে রেখে দিতে হবে। তা ব্যবহার করা বা ব্যবসায় লাগানো জায়েয হবে না। পরবর্তীতে ব্যবসায়ী পাওনা পরিশোধে ব্যর্থ হলে বিক্রেতা ঐ টাকা থেকে তার পাওনা নিয়ে নিতে পারবে।

উল্লেখ্য, মাছ ব্যবসায়ীদের নিকট থেকে গৃহীত টাকা খরচ বা ব্যবসায় লাগাতে চাইলে জামানত হিসেবে টাকা নিবে না; বরং মাছের অগ্রিম মূল্য হিসেবে নিবে, যা বছরের সর্বশেষ লেনদেনের মূল্য হিসেবে ধর্তব্য হবে। এভাবে অগ্রীম মূল্য হিসাবে গৃহীত টাকা গ্রহীতা ব্যবহার করতে পারবে।

-আলইনায়া ১০/১৭৬; বাদায়েউস সানায়ে ৫/২০২; শরহুল মাজাল্লাহ খালিদ আতাসী ৩/১৪৩; জামে তিরমিযী ১/২৩৭; সুনানে বায়হাকী ৫/৩৫০; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ১/১১৪; আলফালাকুল মাশহুন ফিমা ইয়াতাআল্লাকু বিনতিফাঈল মুরতাহিন বিলমারহুন ৩/৪০৮; রদ্দুল মুহতার ৬/৪৮২

Read more Question/Answer of this issue