Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ আফযল - শাহরাস্তি, চাঁদপুর

১৬৬৭. Question

আমরা জানি যে, আক্বীকাতে মাদা বকরি জবাই করতে হয়। কেউ যদি মাদা বকরি জবাই না করে নর ছাগল জবাই করে তাহলে কি কোনো সমস্যা হবে?

Answer

না। সমস্যা হবে না। নর-মাদা উভয় ধরনের ছাগল দ্বারা আক্বীকা করা জায়েয।

-জামে তিরমিযী ১/২৭৮; আতত্বীবী ৮/১৩৩; আলইসতিযকার ১৫/৩৮০; আলমাজমূ’ ৮/৪০৯; আদ্দুররুল মুখতার ৬/৩২২

Read more Question/Answer of this issue