Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ ফযলুল হক - ত্রিশাল, ময়মনসিংহ

১৬৬৬. Question

আমাদের একটি হাউজিং প্রকল্প আছে। আমরা জায়গা কিনে বাড়ি করে ফ্ল্যাট বিক্রি করি। বাড়ি বানাতে প্রায় তিন-চার বছর সময় লেগে যায়। এখন জানার বিষয় এই যে, আমাদের কি উক্ত তিন-চার বছরের জমির যাকাত আদায় করতে হবে? যেহেতু আমরা জায়গাগুলো ব্যবসার নিয়তেই ক্রয় করে থাকি।

Answer

ফ্ল্যাট বিক্রয়ের উদ্দেশ্যে হলে এর জন্য ক্রয়কৃত জমি ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত। তাই আপনাদের ক্রয়কৃত জমির মূল্য হিসাব করে যাকাত আদায় করতে হবে।

-সুনানে আবু দাউদ ১/২১৮; আলমুহীতুল বুরহানী ৩/১৬৬; বাদায়েউস সানায়ে ২/৯৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০

Read more Question/Answer of this issue