Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ হাসানাত - চাঁদপুর

১৬৬২. Question

আমি এক লোককে অনেকদিন আগে এক হাজার টাকা করয দিয়েছিলাম। কথা ছিল এক মাস পর সে তা আদায় করবে। কিন্তু এক মাসের স্থলে প্রায় ৭মাস গত হল, টাকা আদায়ের জন্য কয়েকবার তাগিদ দেওয়া সত্ত্বেও সে তা আদায় করছিল না। আমি একদিন আমার পরিচিত এক লোকের সঙ্গে এ বিষয়ে কথা বললাম। সে বলল, যদি আমি তোমার টাকা উদ্ধার করে দিতে পারি তাহলে আমাকে কী দিবে? আমি বললাম, তোমাকে টাকার এক তৃতীয়াংশ দিয়ে দিব। সেও এ মর্মে রাজি হয়ে যায়।

জানতে চাই, আমাদের উক্ত চুক্তি শরীয়সম্মত হয়েছে কি না?

Answer

ঐ টাকা আদায়ের জন্য উদ্ধারকারীকে শ্রম ব্যয় করতে হলে উক্ত চুক্তি জায়েয হবে এবং ঐ টাকা উদ্ধার করে দিলে তাকে তার পাওনা দিয়ে দিতে হবে।

-সহীহ বুখারী (তা’লীক) ১/৩০৩; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৬; শরহুল মাজাল্লাহ খালিদ আতাসী ২/৬৭৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৬; রদ্দুল মুহতার ৬/৬৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরা ২/২১৭

Read more Question/Answer of this issue