Jumadal Akhirah 1430 || June 2009

মুহাম্মাদ আবদুশ শাকুর - হাটহাজারী, চট্টগ্রাম

১৬৬১.. Question

আমাদের গ্রামের এক ব্যক্তি কবরস্থানে গিয়ে তার আববার কবরের নিকট বসে দেখে দেখে কুরআন তেলাওয়াত করে। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এভাবে কবরের নিকট বসে কুরআন তেলাওয়াত করা কি জায়েয আছে?

Answer

কবরের পাশে বা কবরস্থানে কুরআন মজীদ দেখে তেলাওয়াত করা যদিও নাজায়েয নয় তথাপি তা থেকে বিরত থাকাই শ্রেয়। কারণ সাহাবা-তাবেয়ীন থেকে এমন করার প্রমাণ পাওয়া যায় না।

- ফাতাওয়া উছমানী ১/১৩৬; আহসানুল ফাতাওয়া ৮/২০

Read more Question/Answer of this issue