Rabiul Akhir 1440 || January 2019

মুহাম্মাদ আহমাদ শাকের - ভোলা, মেহেরগঞ্জ

৪৬৮৬. Question

জনৈক ব্যক্তি মুসলমান ছিল। কিন্তু লোকটি মারা যাওয়ার চার মাস পূর্বে কাদিয়ানীদের দাওয়াত পেয়ে কাদিয়ানী হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এ অবস্থাতেই সে মারা গেছে। আল্লাহ তাআলা তার স্ত্রী, সন্তানদের ও অন্যান্য আত্মীয়দের এ ফিতনা থেকে রক্ষা করেছেন।

জানার বিষয় হল, লোকটির মুসলমান ওয়ারিশরা কি তার থেকে মীরাস পাবে? অনেকে বলে, ‘কাফেররা যেমন মুসলমানদের থেকে মীরাস পায় না তেমনি মুসলমানরাও কাফেরদের থেকে মীরাস পায় না। অতএব উক্ত লোকটির মুসলামন ওয়ারিশরা তার থেকে মীরাস পাবে না।তাদের এ কথা কতটুকু সঠিক বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

Answer

মৃত কাফের থেকে মুসলমান ঐ ক্ষেত্রে মীরাস পায় না যখন মৃত্যুবরণকারী ধর্মান্তরিত কাফের না হয়, বরং পূর্ব থেকেই কাফের থাকে। প্রশ্নোক্ত মৃত ব্যক্তি মুরতাদ তথা ধর্মান্তরিত কাফের তাই এক্ষেত্রে উক্ত মাসআলাটি প্রযোজ্য নয়। তার মুসলমান ওয়ারিশরা তার থেকে মীরাস পাবে। এ ক্ষেত্রে নিয়ম হল, প্রশ্নোক্ত লোকটির কোনো ঋণ থাকলে তা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের মধ্যে যা সে মুসলমান অবস্থায় উপার্জন করেছে তা তার মুসলমান ওয়ারিশরা পাবে আর যা মুরতাদ হওয়ার পর উপার্জন করেছে তা গরীবদেরকে দিয়ে দিবে বা অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবে।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১০১৩৯; ফাতহুল কাদীর ৫/৩১৩; আততাজরীদ, কুদুরী ৮/৩৯৫৮; আলমাবসূত, সারাখসী ৩০/৩৭; বাদায়েউস সানায়ে ৬/১২৩; আলবাহরুর রায়েক ৫/১৩০

Read more Question/Answer of this issue