শাবীব তাশফী - খিলগাঁও, ঢাকা
৪৬৮৫. Question
আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তাঁর উপর কুরবানী ওয়াজিব ছিল। এবং কুরবানীর জন্য একটি খাসিও ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের আগের দিন রাতে (২১ আগস্ট) বাজার থেকে বাড়ি ফেরার সময় কার এক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হন। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হলে অপারেশন করা হয়। কিন্তু পরদিন বিকাল ৫টায় তিনি ইন্তেকাল করেন। যেহেতু বাবার মৃত্যুতে পুরো পরিবার শোকাহত ছিল, তাই এ অবস্থায় পশু কুরবানী করা সম্ভব ছিল না। তাই কুরবানীর তিন দিনের মধ্যে আর তা কুরবানী করা হয়নি।
এখন আমরা জানতে চাচ্ছি, এ খাসিটি আমরা কী করব? একজন বললেন, এটা সদকা করে দিতে হবে। আবার কেউ বলছে, আগামী বছর কুরবানীর জন্য এটা রেখে দিতে হবে। তাই হুযুরের কাছে আকুল আবেদন, এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে আমাদের কৃতজ্ঞ করবেন।
Answer
আপনার বাবা যেহেতু কুরবানীর সময় শেষ হওয়ার (১২ যিলহজ¦) আগেই ইন্তেকাল করেছেন, তাই তার উপর এ বছরের কুরবানীর হুকুম আরোপিত হয়নি। সুতরাং তার কেনা খাসিটি তার পক্ষ থেকে কুরবানী বা সদকা করতে হবে না; বরং তার মৃত্যুর পর সেটি তার মীরাসী সম্পত্তির অন্তর্ভুক্ত হয়ে গেছে। অতএব অন্যান্য সম্পত্তির মতো ছাগলটিও তার ওয়ারিশদের মাঝে বণ্টিত হবে।
অবশ্য সকল ওয়ারিশ যদি বালেগ হয় এবং সকলে স্বতঃস্ফূর্ত হয়ে খাসিটি সদকা করতে চায় তবে সেটি সওয়াবের কাজ বলে বিবেচিত হবে।
-শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/১৯৯; আলবাহরুর রায়েক ৮/১৭৫; আলমুহীতুল বুরহানী ৮/৪৫৭; আদ্দুররুল মুখতার ৬/৩১৯