সাঈদ আহমদ - বন্দর বাজার, সিলেট
৪৬৮৪. Question
বিগত কয়েক বছর থেকে আমি নিয়মিত কুরবানী আদায় করছি। কিন্তু এর আগে কয়েক বছর কুরবানী আবশ্যক হওয়া সত্ত্বেও না জানার কারণে তা আদায় করতে পারিনি। তাই জানার বিষয় হল, এখন কি অনাদায়ী কুরবানীগুলো আদায় করা লাগবে? এবং তা করার শরীয়তসম্মত পদ্ধতি কী?
Answer
কুরবানী ওয়াজিব হওয়ার পরও কোনো কারণে তা আদায় না করলে পরবর্তীতে তার কাযা করতে হয়। আর কাযা করার পদ্ধতি হল, প্রত্যেক বছরের জন্য কুরবানীযোগ্য একটি ছাগলের মূল্য গরীবদেরকে সদকা করতে হবে।
-ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪২৩; আলবাহরুর রায়েক ৮/১৭৪; রদ্দুল মুহতার ৬/৩২০