আবদুল খালেক - সাভার, ঢাকা
৪৬৮২. Question
হেমায়েতপুরে আমার একটি ছোটখাটো মুরগীর খামার আছে। খামারে প্রতি সপ্তাহে প্রায় দেড় হাজার ডিম উৎপাদন হয়। আমার একক খরচে খামার পরিচালনা সম্ভব হয়ে উঠে না বিধায় মাঝে মাঝেই ঋণ করতে হয়। ব্যাংক থেকে লোন নিতে গেলে সেখানে তো সুদের কারবার আছে। তাই সাধারণত পরিচিতজনদের থেকে স্বল্প সময়ের জন্য করয করে থাকি।
কিছুদিন আগে কারওয়ান বাজারের এক আড়ৎ মালিক আমাকে বিনা সুদে ঋণ দিতে চেয়েছে। তবে তার শর্ত হল, আমার খামারের উৎপাদিত সকল ডিম তার আড়তে বিক্রি করতে হবে।
জানতে চাই, আমার জন্য তার থেকে এ শর্তে ঋণ নেওয়া জায়েয হবে কি না?
Answer
ঋণ প্রদাণ করে ঋণ গ্রহীতা থেকে কোনো প্রকার উপকৃত হওয়া নাজায়েয। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার খামারে উৎপাদিত সকল ডিম ঐ ব্যক্তির আড়তে বিক্রি করতে হবে- এ শর্ত দ্বারা আড়তের মালিক (ঋণদাতা) উপকৃত হচ্ছে। সুতরাং এ ধরনের শর্তে আপনার জন্য তার থেকে ঋণ নেওয়া জায়েয হবে না। অবশ্য ঋণদাতা কর্তৃক যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শর্তারোপ না করা হয় এবং অন্য জায়গায় মাল বিক্রি করার অধিকার থাকে আর ঋণ গ্রহীতা সেচ্ছায় তার আড়তে মালামাল বিক্রি করতে নিয়ে যায় তাহলে সেটি নাজায়েয হবে না।
-বাদায়েউস সানায়ে ৬/৫১৮; আলমুহীতুল বুরহানী ২৩/২১০; আলবাহরুর রায়েক ৬/১২২; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০২