মাছুম বিল্লাহ - মুরাদনগর, কুমিল্লা
৪৬৮০. Question
আমি আমার প্রতিবেশী আবদুস সাত্তার সাহেবের কাছ থেকে মুযারাবার ভিত্তিতে ৮ লক্ষ টাকা নিয়েছি। উনাকে ৪০% লভ্যাংশ দেওয়ার চুক্তি করে তা দিয়ে একটি লাইব্রেরী দিয়েছি। আর বর্তমানে এ ধরণের ব্যবসার প্রচার-প্রসার না হলে দেখা যাবে ভালো ব্যবসা হবে না। তাই ব্যবসার স্বার্থেই প্রাথমিকভাবে এর পরিচিতির জন্য প্রচারণা ও বিজ্ঞাপনে কিছু টাকা খরচ হয়েছে।
তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, এ টাকাগুলো যেহেতু ব্যবসার স্বার্থেই খরচ হয়েছে তা ব্যবসার ব্যয় ধরে ব্যবসা থেকে নিতে পারব কি না?
Answer
আপনি যে ধরনের লাইব্রেরী দিয়েছেন এতে সাধারণ প্রচলন অনুযায়ী যেমন বিজ্ঞাপন ও প্রচারের প্রয়োজন হয় তা করতে পারবেন এবং এর খরচও ব্যবসার টাকা থেকে নিতে পারবেন। কিন্তু বর্তমানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে যেভাবে বহুমুখী বিজ্ঞাপন ও প্রচারণার ছড়াছড়ি পরিলক্ষিত হয় তা অতিরঞ্জনের শামিল। এগুলো করা যাবে না। তাই মুযারাবার ভিত্তিতে পরিচালিত ব্যবসায় জরুরি প্রয়োজন রয়েছে এমন দু-একটি বিজ্ঞাপন ন্যায্যমূল্যে প্রদান করার এখতিয়ার মুযারিবের থাকবে। আর এর বেশি দিতে চাইলে বিনিয়োগকারীর অনুমতি নেওয়া আবশ্যক। বিনিয়োগকারীর অনুমতি ছাড়া অতিরিক্ত বিজ্ঞাপন দিলে এর খরচ ব্যবসার টাকা থেকে নেওয়া যাবে না।
প্রকাশ থাকে যে, মুযারাবা ব্যবসায় প্রচারণা ও বিজ্ঞাপন নীতি কী হবে তা বিনিয়োগকারীর সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে নেওয়া উচিত।
-আলমুহীতুল বুরহানী ১৮/১৬৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা ১৪১৪; শরহুল মাজাল্লাহ ৪/৩৩৯