রাসেল - বহুলা, সিলেট
৪৬৭৯. Question
আমি একজন প্রবাসী। এখানের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করি। যতটুকু সম্ভব হালাল-হারাম বেছে চলার চেষ্টা করি। এই রেস্টুরেন্টে অন্যান্য খাবারের পাশাপাশি মদও বিক্রি হয়। তবে আমি এখানে খাবার প্রস্তুত করার কাজ করি। খাবার প্রস্তুত করার জন্য আমাকে কখনো মদ স্পর্শ করতে হয় না।
এমতাবস্থায় আমার জানার বিষয় হল, আমার জন্য কি উক্ত রেস্টুরেন্টে চাকরি করা বৈধ হচ্ছে? এখান থেকে বেতন নেওয়া বৈধ হচ্ছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দায়িত্ব যদি হয় কেবল হালাল খাবার প্রস্তুত করা, কোনো প্রকার হারাম খাবার আপনাকে তৈরি করতে না হয় তবে উক্ত প্রতিষ্ঠানে চাকরি করা আপনার জন্য নাজায়েয হবে না এবং প্রতিষ্ঠানের অধিকাংশ আয় যদি হালাল বস্তু বিক্রির মাধ্যমে অর্জিত হয় তবে এ থেকে বেতন-ভাতাদি গ্রহণ করাও বৈধ হবে।
উল্লেখ্য যে, ইসলামের দৃষ্টিতে মদ নিকৃষ্টতম হারাম এবং মদ থেকে বেঁচে থাকা ইসলাম ও মুসলিমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই মদ বিক্রি হয় এমন প্রতিষ্ঠানে চাকরি করা থেকে মুসলমানদের বিরত থাকাই ঈমানী মূল্যবোধ ও তাকওয়ার পরিচায়ক।
-জামে তিরমিযী, হাদীস ৩৮০১