এলাকাবাসীর পক্ষে আবু আহমদ - ঢাকা
৪৬৭৭. Question
আমাদের এলাকার এক ব্যক্তি কবরস্থানের জন্য দুই বিঘা জমি ওয়াকফ করে। এলাকাবাসি সকলে মিলে জমিটির চারপাশ দিয়ে দেয়াল করে। কিন্তু এখন পর্যন্ত জমিটির ওয়াকফ দলীল করা হয়নি। ইতিমধ্যে জমিটির এক পাশ দিয়ে কয়েকটি কবরও করা হয়েছে। এখন জমিটির ওয়াকফ দলীল করা হবে। তবে ওয়াকফকারী বিশেষ একটি প্রয়োজনের কারণে এক বিঘা জমি নিজের জন্য রেখে যে অংশে কবর দেওয়া হয়েছে শুধু ঐ এক বিঘা দলীল করতে চায়। আর যে এক বিঘা সে ফেরত নিতে চায় ঐ অংশের দেয়াল নির্মাণ বাবদ খরচ কবরস্থানের ফান্ডে দিয়ে দিবে।
আমরা জানতে চাই, তার জন্য ঐ এক বিঘা জমির ওয়াকফ প্রত্যাহার করার সুযোগ আছে কি? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।
Answer
মৌখিকভাবে ওয়াকফ করার দ্বারাই ওয়াকফ সম্পন্ন হয়ে গেছে। সুতরাং ওয়াকফকৃত জমি থেকে এক বিঘা বা অন্য কোনো অংশ প্রত্যাহার করার সুযোগ নেই। ওয়াকফকারীর কর্তব্য উক্ত দুই বিঘা জমিই কবরস্থানের নামে ওয়াকফ দলীল করে দেওয়া। হাদীসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উমর রা. নিজের কিছু সম্পত্তি সদকা করেছিলেন। তা ছিল ছামগ নামক একটি খেজুর বাগান। উমর রা. বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি সম্পদ পেয়েছি, যা আমার নিকট খুবই পছন্দনীয়। আমি এটি সদকা করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন-
تَصَدَّقْ بِأَصْلِهِ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ.
মূল সম্পদটি এভাবে সদকা কর যে, তা বিক্রি করা যাবে না, দান করা যাবে না এবং কেউ এর ওয়ারিশ হবে না। (সহীহ বুখারী, হাদীস ২৭৬৪)
-বাদায়েউস সানায়ে ৫/৩২৬; আদ্দুররুল মুখতার ৪/৩৪৯-৩৫১; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬৫