আবুল বাশার - পিরোজপুর
৪৬৭৫. Question
জনৈক ব্যবসায়ী এই পরিমাণ সম্পদের মালিক যে, তা দ্বারা হজে¦র যাবতীয় খরচ ও হজ¦ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচাদি আদায় করা সম্ভব। কিন্তু হজ¦ করলে তার ব্যবসার মূলধন থাকবে না। এমতাবস্থায় তার উপর হজ¦ ফরয হবে কি?
উল্লেখ্য যে, ঐ ব্যক্তি ও তার পরিবারের জীবিকা নির্বাহ এই ব্যবসা দ্বারাই হয়ে থাকে।
Answer
প্রশ্নোক্ত ব্যক্তির সাংসারিক মৌলিক খরচাদি যেহেতু এ ব্যবসার উপরই নির্ভরশীল তাই এ টাকা খরচ করে ঐ ব্যক্তির জন্য হজে¦ যাওয়া ফরয নয়।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৭; আলবাহরুর রায়েক ২/৩১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৭২; রদ্দুল মুহতার ২/৪৬২; গুনয়াতুন নাসিক পৃ. ১৯