Rabiul Akhir 1440 || January 2019

মুহাম্মাদ আবদুর রব - শার্শা, যশোর

৪৬৭১. Question

একদিন আসরের নামাযে মসজিদে যেতে বিলম্ব হয়ে যায়। মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে আছেন। আমি তাড়াতাড়ি তাকবীর বলা অবস্থায় রুকুতে শরীক হয়ে যাই। যেন ইমামকে রুকুতে পেয়ে পূর্ণ রাকাত পেতে পারি। আমার তাকবীর রুকুতে গিয়ে শেষ হয়। এ অবস্থায় আমার নামায কি সহীহ হয়েছে? যদি সহীহ না হয়, তাহলে এ অবস্থায় আমার করণীয় কী ছিল?

Answer

নামাযে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলা ফরয। প্রশ্নোক্ত অবস্থায় আপনার তাকবীরে তাহরীমা যেহেতু রুকুতে গিয়ে শেষ হয়েছে তাই আপনার নামায সহীহ হয়নি। এক্ষেত্রে আপনার করণীয় ছিল, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবারবলা শেষ করা। এরপর রুকুতে যাওয়া।

-বাদায়েউস সানায়ে ১/৩৩৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৩; হালবাতুল মুজাল্লী ২/১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৯; রদ্দুল মুহতার ১/৪৫২

Read more Question/Answer of this issue