Rabiul Akhir 1440 || January 2019

সরোয়ার হুসাইন - শরীয়তপুর

৪৬৭০. Question

হঠাৎ করে  আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে সে সাত দিন অজ্ঞান অবস্থায় ছিল। এখন আলহামদু লিল্লাহ সে সুস্থ। ঐ সময়ের নামাযগুলো সে কীভাবে আদায় করবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রী যে কয়দিন অজ্ঞান অবস্থায় ছিল সে দিনগুলোর নামায কাযা করতে হবে না। কেননা এক দিন এক রাত বা তার বেশি সময় অজ্ঞান থাকলে সে নামাযগুলো মাফ হয়ে যায়।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মদ, বর্ণনা ১৬৯; কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/১১০; আলমুহীতুল বুরহানী ১/৩১; আদ্দুররুল মুখতার ২/১০২; ইলাউস সুনান ৭/২২২

Read more Question/Answer of this issue