Rabiul Akhir 1440 || January 2019

রাশেদ হাসান - মগবাজার

৪৬৬৯. Question

আমি ইশার নামাযে ইমামতি করছিলাম। প্রথম বৈঠকে তাশাহহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে তাশাহহুদ পড়ে যথানিয়মে নামায শেষ করার পূর্বে সাহু সিজদা দিয়ে নিই। আমার নামায কি হয়েছে?

Answer

তাশাহহুদের পূর্বে ভুলে সূরা ফাতিহা পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। আপনি যেহেতু নামায শেষে সাহু সিজদা দিয়েছেন তাই আপনার উক্ত নামায সহীহ হয়েছে।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪১; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; মাজমাউল আনহুর ১/২২০

Read more Question/Answer of this issue