খাইরুল ইসলাম - পটুয়াখালী
৪৬৬৬. Question
ইশার পরবর্তী দুই রাকাত সুন্নত আদায় করার সময় আমার হাঁচি চলে আসে এবং সাধারণ অভ্যাস অনুযায়ী আলহামদু লিল্লাহ বলে ফেলি। জানার বিষয় হল, আলহামদু লিল্লাহ বলার কারণে আমার নামায কি নষ্ট হয়ে গেছে? নামাযে হাঁচি এলে করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
নামাযে হাঁচি আসলে আলহামদু লিল্লাহ বলতে হয় না। তবে কেউ বলে ফেললে নামায নষ্ট হবে না। তাই আপনার উক্ত নামায নষ্ট হয়নি।
-ফাতাওয়া খানিয়া ১/১৩৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৭৮; হালবাতুল মুজাল্লী ২/৩৯৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ১৭৮