Rabiul Akhir 1440 || January 2019

আবুল হাসান - ফরিদপুর

৪৬৬৫. Question

ফরয নামায পড়ানোর সময় জাহান্নামের আয়াত পড়তে গিয়ে আমার কান্না চলে আসে এবং কেরাত থেমে যায়। পরে কেরাতের বাকি অংশ শেষ করে নামায পূর্ণ করি। জানার বিষয় হল, এভাবে কান্নার কারণে আমার নামায কি নষ্ট হয়ে গেছে? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

না, আপনার নামায নষ্ট হয়নি। জাহান্নামের স্মরণ বা আখেরাতের ভয়ে কান্না চলে আসলে নামাযের ক্ষতি হয় না।

-আলজামেউস সাগীর পৃ. ৯২; খিযানাতুল আকমাল ১/১০১; বাদায়েউস সানায়ে ১/৫৪০; আলবাহরুর রায়েক ২/৫

Read more Question/Answer of this issue