ফারহান আহমদ - খুলনা
৪৬৬৪. Question
আমি মসজিদ থেকে ফরয নামায পড়ে বাড়িতে এসে সুন্নত-নফল পড়ি। এ সময় কখনো কখনো আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে তার নামায পড়ে। জানার বিষয় হল, পাশাপাশি দাঁড়িয়ে প্রত্যেকে নিজ নিজ নামায পড়লে কি আমাদের নামায নষ্ট হয়ে যাবে? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে প্রত্যেকে নিজ নিজ নামায পড়লে নামাযের ক্ষতি হবে না।
-কিতাবুল আছল ১/১৬৩; আলমাবসূত, সারাখসী ১/১৮৫; বাদায়েউস সানায়ে ১/৫৫০; ফাতহুল কাদীর ১/৩১৯