Rabiul Akhir 1440 || January 2019

মুহাম্মাদ আশরাফ - বাগেরহাট

৪৬৬৩. Question

মাঝে মাঝে ইমামের পিছনে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়ে ফেলি। জানার বিষয় হল এ ভুলের কারণে আমি সাহু সিজদা কীভাবে আদায় করব?

Answer

মুকতাদি সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো কোনো ভুল করে ফেললেও তার উপর সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই প্রশ্নোক্ত ভুলের কারণে আপনাকে সাহু সিজদা করতে হবে না। তবে ইচ্ছা করে এমনটি করবেন না।

-মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৪৫৬০; কিতাবুল আছল ১/১৯৭; শরহু মুখতাসারিত তাহাবী ২/১৩; আলমুহীতুল বুরহানী ২/৩১৬; হালবাতুল মুজাল্লী ২/৪৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৮

Read more Question/Answer of this issue