আরিফুল ইসলাম - বরিশাল
৪৬৬২. Question
আমার বাসা ঢাকা। মাস দুয়েক আগে একটি কাজে সিলেট যাই। সিলেট শহরের নিকটে একটি ছোট মসজিদে জুমা আদায় করি। জুমার খুতবা দেওয়ার পর হঠাৎ খতীব সাহেব অসুস্থ হয়ে পড়েন। তখন মুসল্লিরা আমাকে ইমামতির জন্যে অনুরোধ করলে আমি নামায পড়াই।
এখন মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, মুসাফির হয়েও আমি যে জুমার নামাযে ইমামতি করেছি তা কি সহীহ হয়েছিল? না হলে এখন আমার করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ইমামতি করা সহীহ হয়েছে। কেননা মুসাফিরের জন্য জুমার নামায আদায় করা জরুরি না হলেও তার জুমা আদায় করা সহীহ এবং তার ইমামতি করাও সহীহ আছে।
-কিতাবুল আছল ১/৩১৫; বাদায়েউস সানায়ে ১/৫৯৬; ফাতাওয়া খানিয়া ১/১৭৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৩; আলইনায়াহ ২/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৮