মাহমুদুর রহমান - ওয়েব থেকে প্রাপ্ত
৪৬৬১. Question
আমরা জানি, গোসল ফরয অবস্থায় শরীর নাপাক থাকে। আমার প্রশ্ন হল, এই অবস্থায় শরীর থেকে বেরিয়ে আসা ঘাম কি নাপাক?
Answer
না, গোসল ফরয অবস্থায় শরীর থেকে বের হওয়া ঘাম নাপাক নয়।
-আলআওসাত, ইবনুল মুনযির ২/৩০৩; কিতাবুল আছল ১/৩৮; আলমাবসূত, সারাখসী ১/৭০; খিযানাতুল আকমাল ১/৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; হালবাতুল মুজাল্লী ১/৪৭৫