Rabiul Akhir 1440 || January 2019

মাহমুদুর রহমান - ওয়েব থেকে প্রাপ্ত

৪৬৬১. Question

আমরা জানি, গোসল ফরয অবস্থায় শরীর নাপাক থাকে। আমার প্রশ্ন হল, এই অবস্থায় শরীর থেকে বেরিয়ে আসা ঘাম কি নাপাক?

Answer

না, গোসল ফরয অবস্থায় শরীর থেকে বের হওয়া ঘাম নাপাক নয়।

-আলআওসাত, ইবনুল মুনযির ২/৩০৩; কিতাবুল আছল ১/৩৮; আলমাবসূত, সারাখসী ১/৭০; খিযানাতুল আকমাল ১/৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; হালবাতুল মুজাল্লী ১/৪৭৫

Read more Question/Answer of this issue