Rabiul Akhir 1440 || January 2019

মুহাম্মাদ বাদল - কুষ্টিয়া

৪৬৬০. Question

পায়ের গোড়ালিতে একবার আমার ভীষণ চোট লাগে। এরপর চোট সারলেও সেখানে বেশি চাপ পড়লে পানি জমে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দিয়ে সে পানি বের করে ফেলতে হয়। আমার জানার বিষয় হল, আমার যদি অযু থাকে তাহলে কি ইনজেকশন দ্বারা সে পানি বের করার দ্বারা আমার অযু ভেঙ্গে যাবে?

Answer

হাঁ, ইনজেকশন দিয়ে তা বের করা হলেও অযু ভেঙ্গে যাবে। তাই এক্ষেত্রে পুনরায় অযু করে নিবেন।

-ফাতাওয়া খানিয়া ১/৩৮; শরহুল মুনয়া পৃ. ১৩৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১০; ফাতাওয়া বায্যাযিয়াহ ১/১৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৫; রদ্দুল মুহতার ১/১৩৯

Read more Question/Answer of this issue