হাসসান নাহিদ - সদর দক্ষিণ, কুমিল্লা
৪৬৫৮. Question
আমার পা শুষ্ক হওয়ার কারণে সাধারণত আমি অযু শুরু করার পূর্বে পা ভিজিয়ে নেই। এতে অযুর শেষে আমার পা ধৌত করতে সুবিধা হয়। কিন্তু এ পর্যন্ত অনেকেই আমাকে এ ব্যাপারে প্রশ্ন করেছে যে, আপনি এমনটি করেন কেন? এতে তো অযুর তারতীব রক্ষা হয় না। পা তো অযুর শেষে ধৌত করতে হয়।
মুফতী সাহেবের কাছে জানতে চাই, পায়ের শুষ্কতার কারণে আগে পা ভিজিয়ে নিলে কি অযুর তারতীব পরিবর্তন হয়ে যায়? আর এতে কি কোনো অসুবিধা আছে?
Answer
পা শুষ্ক থাকলে তা ধোয়ার সময় কিছু অংশ বাদ পড়ে যাওয়ার আশংকা থাকে এ কারণে কেউ যদি অযুর পূর্বে পা ভিজিয়ে নেয় তাতে কোনো অসুবিধা নেই এবং এতে অযুর তারতীবও ভঙ্গ হয় না। কেননা এক্ষেত্রে সে তো পা ধুচ্ছে পরেই। শুরুতে পা ভিজিয়ে নিচ্ছে শুধু এ জন্য যে, পায়ের শুষ্ক জায়াগাগুলো যেন ভিজে যায় এবং পরবর্তীতে পা ধোয়ার সময় সুবিধা হয়।
-আলবাহরুর রায়েক ১/১১; ফাতাওয়া হিন্দিয়া ১/৯; আদ্দুররুল মুখতার ১/১৩১