Rabiul Auwal 1432 || February 2011

মুহাম্মাদ রাশেদ - মালিবাগ, ঢাকা

২১৪৪. Question

এক সাহাববীয়ার ব্যাপারে শুনেছি, তাঁর স্বামী ইন্তেকালের পর এই বিপদের মুহূর্তে তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিখানো একটি দুআ পড়লেন। যার বরকতে তিনি শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন। জানতে চাই, সেই বরকতময় দুআটি কি ছিল? এবং ঐ সৌভাগ্যবান সাহাবীয়ার নাম কী?

Answer

দুআটি হল,

إنا لله وإنا إليه راجعون، اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها.

অর্থ : নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য। এবং আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ! আমাকে এই মুহূর্তে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করুন। এবং এতে আমি যা হারালাম এর চেয়ে উত্তম বস্তু দান করুন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো উপর কোনো মুসিবত আপতিত হলে এরপর সে উক্ত দুআ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে মুসিবতের কারণে সওয়াব দান করবেন এবং সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম বস্তু দান করবেন। (মুসলিম, হাদীস : ৯১৮)

আর ঐ সৌভাগ্যবান সাহাবীয়া হলেন, উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা রা.। তিনি বলেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পর আমি উক্ত দুআটি পাঠ করলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন।

-মুসনাদে আহমদ, হাদীস : ১৬৩৪৪; সহীহ মুসলিম, হাদীস : ৩১৮; মিরকাত ৪/১৩

Read more Question/Answer of this issue