Rabiul Auwal 1432 || February 2011

মুহাম্মাদ সালমান - যাত্রাবাড়ি, ঢাকা

২১৪৩. Question

এক ওয়াযে শুনেছি, হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় আত্মগোপন করেছিলেন তার নিকটে কাফেররা এসে দেখল, গুহার মুখে মাকড়সার জাল। তারা ভাবল এর ভিতরে কেউ ঢুকলে তো এই জাল থাকত না। এরপর তারা চলে যায়। জানতে চাই, এ ঘটনা কি সত্য?

Answer

হ্যাঁ, হযরত ইবনে আব্বাস রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে। তিনি বলেন, কাফেররা খুঁজতে খুঁজতে গুহার নিকট যখন পৌঁছল তখন দেখল, গুহার মুখে মাকড়সার জাল। তারা বলল, এতে কেউ প্রবেশ করলে গুহার মুখে এই জাল থাকত না। এরপর তারা ফিরে যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় তিনদিন অবস্থান করলেন।-মুসনাদে আহমদ, হাদীস : ৩২৫১; মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ৯৭৪৩; তারীখে বাগদাদ ১৩/১৯১; আলবিদায়া ওয়াননিহায়া ৪/৪৫১; ফাতহুল বারী ৭/২৭৮; মাজমাউয যাওয়াইদ ৬/৬৫; আলফাতহুর রব্বানী ৩/৩৮৬০

হাফেয ইবনে কাসীর রাহ.ও  হাফেয ইবনে হাজার রাহ. উক্ত বর্ণনাটিকে হাসান বলেছেন।

Read more Question/Answer of this issue