মাওলানা ইয়াসীন - বি.বাড়িয়া
২১৪২. Question
জনৈক ওয়ায়েজের মুখে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর। আর আলী হল, সেই শহরের দরজা। জানতে চাই, বাস্তবেই এটি হাদীস কি না? হাদীস হলে এর সনদ ও মান জানতে চাই।
Answer
প্রশ্নোক্ত রেওয়ায়েতটি সম্পর্কে হাদীস বিশারদদের মাঝে মতভেদ আছে। তবে হাফেয আলায়ী ও হাফেয ইবনে হাজার আসকালানী রাহ.সহ পরবর্তী যুগের মুহাদ্দিসগণ উক্ত বর্ণনাটিকে হাসান বলেছেন। মুসতাদরাকে হাকেম, তবরানীসহ প্রমুখ গ্রন্থে এটি উল্লেখ হয়েছে।
-কাশফুল খাফা ১/১৮৪; আলফাতাওয়াল হাদীসিয়া ১৯২; তাহযীবুল আছার ৪/১০৫; আদ্দুররুল মুনতাসিরাহ ৩৮; আললাআলিল মাসনূআহ ১/৩২৯