মুহাম্মাদ ফাহীম - হবিগঞ্জ
২১৪০. Question
আমাদের এলাকার অনেকেই শনিবার, মঙ্গলবারকে অলক্ষুণে মনে করে। তাই এদিনে বিয়ে-শাদি করতে বা কোথাও সফর করতে বারণ করে থাকে। শরীয়তের দৃষ্টিতে দিবসের ব্যাপারে এ ধরনের আকীদা পোষণ করা কি সহীহ?
Answer
কোনো দিনকে অলক্ষুণে মনে করা সম্পূর্ণ ভুল। সবদিনই ভালো। কোনো দিন খারাপ নয়। তাই ভালো ও বৈধ কাজ যেকোনো দিন করা যেতে পারে। কোনো দিন বা কোনো কিছুর সাথে অশুভ ও অলক্ষুণে হওয়ার বিশ্বাস করাকে হাদীস শরীফে শিরক বলা হয়েছে। হাদীস শরীফে এসেছে, কুলক্ষুণে বিশ্বাসের কোনো বাস্তবতা নেই। অপর এক হাদীসে আছে, কুলক্ষুণে শিরক।(মুসনাদে আহমদ ১/৩৮৯; সুনানে আবু দাউদ, হাদীস : ৩৯০৪)
সুতরাং শনি ও মঙ্গলবার বিয়ে-শাদি, সফর বা অন্য কোনো বৈধ কাজ করতে কোনো অসুবিধা নেই।
প্রকাশ থাকে যে, অশুভ ও কুলক্ষণ হল, মানুষের খারাপ আমল। ভালো কাজ, ভালো আমল সব সময়ই ভালো।
-সহীহ বুখারী, হাদীস : ৫৭০৭; সহীহ মুসলিম, হাদীস : ২২২০; ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহ. ২৮/২৯; বিদাআ ওয়া আখতা তাতাআল্লাকু বিল আয়্যামি ওয়াশশুহুর, ড. আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আসসুলামী, পৃ. : ১১২;