মুহাম্মাদ মারুফ - হবিগঞ্জ
২১৩৯. Question
আমরা ৪ জন মাদরাসার ছাত্র (মুকীম অবস্থায়) এক সফরে আশেপাশে কোথাও মসজিদ না পেয়ে নিজেরা জামাতের সাথে জুমআর নামায আদায় করেছি। জানতে চাই, মসজিদ ছাড়া জুমাআর নামযা আদায় করা কি সহীহ হয়েছে? উল্লেখ্য, ঐ এলাকায় যথেষ্ট পরিমাণ আবাদি ছিল এবং আমরা খুতবাসহ নিয়ম অনুযায়ী জুমআ আদায় করেছি।
Answer
হ্যাঁ, আপনাদের জুমআ আদায় হয়েছে। কেননা, অন্যান্য নামাযের মতো জুমআ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়। যদিও মূল বিধান তাই। কাজেই বিনা ওজরে এরূপ করবে না।
-সহীহ বুখারী ১/৪৭; ফাতহুল বারী ১/১৭৬; রদ্দুল মুহতার ২/১৫২; আলবাহরুর রায়েক ২/১৪০; শরহুল মুনইয়াহ ৫৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৮