মুহাম্মাদ মামুনুর রশীদ - পাইকগাছা, খুলনা
২১৩৫. Question
আমাদের মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা হয়, জানাযার জন্য ডাকা এবং কারো কোনো ছাগল/গরু হারিয়ে গেলে এর ঘোষণাও মসজিদের মাইকে দেওয়া হয়। জানতে চাই, এসব কাজ বৈধ কি না?
Answer
মসজিদের মাইক আপনস্থানে রেখে (মাইক মসজিদের ভিতরে হোক বা বাইরে) এতে কারো জানাযার ঘোষণা করা নাজায়েয নয়। তদ্রƒপ এই এলানও মসজিদে করা বৈধ। আর মসজিদের বাইরে পাওয়া বা হারিয়ে যাওয়া বস্তুর এলান মসজিদে এসে করা বৈধ নয়। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। মসজিদের বাইরে হারানো বা পাওয়া বস্তুর এলানের জন্য মসজিদের মাইক ব্যবহার করাও বৈধ নয়।
- সহীহ মুসলিম, হাদীস : ৫৬৮; উমদাতুল কারী ৮/১৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯; মাআরিফুস সুনান ৩/৩১৩; ফাতহুল কাদীর ৫/৩৫২; বেনায়াহ ৯/৪৬৫; রদ্দুল মুহতার ১/৬৬০