সমিতি কর্তৃপক্ষ - ঢাকা
২১৩৪. Question
আমরা একটি সমিতি করেছি। সদস্যগণ প্রতি মাসে ১০০/- টাকা করে জমা করছি। সমিতির কাজের জন্য সমিতির ফাণ্ড থেকে একটি সাইকেল ক্রয় করা হয়েছে। কাজ পরিচালনাকারীদের একজন সাইকেলটি নিয়ে সমিতির কাজে যায়। সাইকেলটি একটি বিল্ডিংয়ের সামনে তালা লাগিয়ে সে বিল্ডিংয়ের তিন তলায় উঠে। বিল্ডিংয়ের লোকজনের গাড়ি, সাইকেল ইত্যাদি সংরক্ষণের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। সেখানে যারা যায় তারাও গাড়ি বা সাইকেল সেখানেই সংরক্ষণ করে। এক্ষেত্রে বিল্ডিংয়ের লোকজনকে বলে সেখানে রাখতে। কিন্তু সে এমনটি না করে অন্য জায়গায় সাইকেলটি রেখে চলে যায় এবং কারো দায়িত্বেও রেখে যায়নি। তিনতলা থেকে নেমে এসে দেখে সাইকেলটি চুরি হয়ে গেছে। এখন তাকে সাইকেলটির জরিমানা দিতে হবে কি না?
Answer
প্রশ্নপত্রের বিবরণ অনুযায়ী যেহেতু সে সাইকেলটি সংরক্ষণে ত্র“টি করেছে তাই তাকে সাইকেলটির মূল্য সমিতিকে আদায় করে দিতে হবে।
-ফাতাওয়া হিন্দিয়া ২/৩৪৮; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২২৬; বাদায়েউস সানায়ে ৫/৯৭; আদ্দুররুল মুখতার ৪/৩১৯; মুসান্নাফ আবদুর রাযযাক ৮/১৮২; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৮২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৪২-৩৪৪; মাজমাউজ জামানাত ১৩৮; মাজাল্লাহ পৃ. ১৫৪, মাদ্দাহ : ৮০৩; রদ্দুল মুহতার ৫/৬৭৩