মুহাম্মাদ ইরফান - শান্তিনগর, ঢাকা
২১২৮. Question
জনৈক ব্যক্তি নামাযে কিরাত এমন ভুল পড়েছে, যার দ্বারা নামায ফাসেদ হয়ে যায়। কিন্তু পরক্ষণে সে তা পুনরায় সহীহভাবে পড়ে নিয়েছে। এতে কি তার নামায সহীহ হয়েছে?
যদি কেউ সাথে সাথে উক্ত ভুল শুদ্ধ করতে না পারে তবে পরবর্তী রাকাতে তা সহীহ করে নেয় তাহলে কি তার নামায সহীহ হবে?
Answer
নামায ফাসেদ হয়ে যায় এমন ভুল কেরাত পড়ার পর রুকুর আগেই তা সহীহ করে পড়ে নিলে নামায সহীহ হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত প্রথম লোকটির নামায সহীহ হয়েছে।
কিন্তু যে রাকাতে ভুল পড়েছে সে রাকাতের রুকুর আগে শুদ্ধ করে পড়তে না পারলে দ্বিতীয় রাকাতে বা পরবর্তীতে তা আর সংশোধনের সুযোগ থাকে না। সুতরাং এক্ষেত্রে পরবর্তী রাকাতে শুদ্ধ করে পড়ে নিলেও ঐ নামায শুদ্ধ বলে গণ্য হবে না।
-ফাতাওয়া হিন্দিয়া ১/৮২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৬৭; হাশিয়াতুশ শিরওয়ানী আলা তুহফাতিল মুহতাজ ২/২০৬; ইমদাদুল ফাতাওয়া ১/১৬৮ ; ফাতাওয়া মাহমুদিয়া ৮/১১৯