মুহাম্মাদ মাহমুদ হাসান - মিরপুর-২, ঢাকা
২১২৭. Question
জনাব আবেদ সাহেব তার মরহুম চাচার পক্ষ থেকে বদলী হজ্ব করেন। হজ্ব আদায়ের জন্য চাচার ওয়ারিশদের পক্ষ থেকে তাকে যে টাকা দেওয়া হয়েছিল হজ্ব শেষ করে দেশে ফিরে আসার পরও তার কাছে কয়েক হাজার টাকা উদ্বৃত্ত আছে। এখন জানার বিষয় হল, এই অতিরিক্ত টাকাটা তার জন্য নিজ প্রয়োজনে খরচ করা জায়েয হবে কি? নাকি তা হজ্বে প্রেরণকারী মৃতের ওয়ারিশদেরকে ফেরত দিতে হবে?
Answer
বদলী হজ্বে প্রেরণকারী যদি এই বলে হজ্বকারীকে টাকা দেয় যে, আপনি এ টাকা নিজ ইচ্ছা অনুযায়ী খরচ করতে পারবেন। এ থেকে কোনো কিছু বেঁচে গেলে তা ফেরত দিতে হবে না। তাহলে হজ্বের খরচের পর বেঁচে যাওয়া টাকা প্রেরণকারীকে ফেরত দিতে হবে না। ঐ টাকা সে নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
তবে যদি প্রেরণকারী টাকা দেওয়ার সময় এরকম কিছু না বলে থাকে এবং তার কথা-বার্তা বা অবস্থা হিসেবে বোঝা যায় যে, উদ্ধৃত্ত টাকা প্রেরণকারীকে ফেরত দিতে হবে তাহলে উক্ত টাকা হজ্ব আদায়কারীর জন্য রেখে দেওয়া জায়েয় হবে না। তদ্রƒপ নিজ প্রয়োজনে খরচ করাও জায়েয হবে না। এ টাকা প্রেরণকারীকে অবশ্যই ফেরত দিতে হবে। উল্লেখ্য, বেঁচে যাওয়া টাকা প্রেরণকারীকে ফেরত দেওয়ার পর সে যদি তা বদলীকারীকে খুশি মনে দিয়ে দেয় তাহলে তা গ্রহণ করা দোষণীয় হবে না।
-মুসান্নাফ ইবনে আবী শায়বা ৮/৫৪১; শরহু মুখতাছারিত তাহাবী ২/৪৯৫; মাবসূত, সারাখসী ২৭/১৭২; তাবয়ীনুল হাকায়েক ২/৪২৯; আলবাহরুল আমীক ৪/২৭৮-২৮১; মানাসিক মোল্লা আলী কারী ৪৫৯; গুনইয়াতুন নাসেক ৩৪৪; রদ্দুল মুহতার ২/৬১২