Rabiul Auwal 1432 || February 2011

মুহাম্মাদ ইকবাল ছগীর - চাদপুর

২১২৬. Question

অনেককে দেখা যায়, তারা মাথা ও চেহারার সাদা পশম নিজে অথবা অন্যের মাধ্যমে তুলে ফেলে। জানার বিষয় হল, এভাবে সাদা পশম তুলে ফেলা জায়েয আছে কি?

Answer

হাদীস শরীফে সাদা পশম তুলে ফেলতে নিষেধ করা হয়েছে। তাই ফিকহবিদগণ মাথা, দাড়ি ও চেহারার সাদা পশম উঠানোকে মাকরূহ বলেছেন।

-সহীহ মুসলিম ২/২৫৯; মুসনাদে আহমদ ৬/২০; জামে তিরমিযী ২/১০৫; সুনানে আবু দাউদ ২/২২২; বাযলুল মাজহুদ ১৭/৮৯; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৯; আলমুগনী ১/১২৪; আদ্দুররুল মুখতার ৬/৪০৭

Read more Question/Answer of this issue