উম্মে লুবাব - চকবাজার, ঢাকা
২১২৪. Question
সোনা-রূপা ছাড়া বিভিন্ন ধাতুর আংটির ব্যাপক প্রচলন দেখা যাচ্ছে। মহিলাদের জন্য এগুলো পরা কি জায়েয?
Answer
সোনা রূপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি যদি প্রলেপযুক্ত হয় যেমন ইমিটেশনের আংটি তবে তা ব্যবহার করা বৈধ। আর প্রলেপবিহীন সরাসরি লোহা, তামা বা পিতলের হলে নির্ভরযোগ্য বক্তব্য অনুযায়ী তা ব্যবহার করা অনুত্তম।
-সহীহ বুখারী, হাদীস : ৫১৫০; সুনানে আবু দাউদ, হাদীস : ৪২১৮; সুনানে নাসায়ী, হাদীস : ৫২০৬; ইলাউস সুনান ১৭/৩২৪, ৮/৪৮১; মুসনাদে আহমদ, হাদীস : ৬৫১৮; আল্লামা খলীল আহমদ সাহারানপুরীকৃত সহীহ বুখারীর টীকা ২/৮৭২; আল্লাহ ফাতাহ লাখনভী রাহ.কৃত শহরে বেকায়ার টীকা ৪/৪৯; শরহুশ শামায়েল লিলমুনাভী রাহ. ১/১৩৯; আলমুহীতুল বুরহানী ৮/৫০; রদ্দুল মুহতার ৬/৩৬০; ফাতহুল মুলহিম ৩/৪৭৭; আলহাভী লিলফাতাওয়া ১/১০০; শরহুল মুহাযযাব ৪/৩৪১; আলমুগনী ৪/২২৪; আলইনসাফ ৩/১৪৬