Rabiul Auwal 1432 || February 2011

মুহাম্মাদ শাব্বীর আহমদ - নগরকান্দা, ফরিদপুর

২১২৩. Question

কোনো মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় কাজে সাহায্য করা বৈধ কি না?

Answer

না, কোনো মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় কাজে সাহায্য-সহযোগিতা করা সম্পূর্ণ নাজায়েয। প্রকারভেদে তাদের ধর্মীয় কাজে সাহায্য কুফুরীর অন্তর্ভুক্ত। কুরআন মজীদে ইরশাদ হয়েছে-

وتعاونوا على البر والتقوى، ولا تعاونوا على الاثم والعدوان، واتقوا الله ان الله شديد العقاب.

তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না এবং আল্লাহকে ভয় কর। আল্লাহর শাস্তি অতি কঠিন।

সূরা মায়েদা : ২; তাফসীরাতে আহমাদিয়্যাহ, পৃষ্ঠা : ৩৩১; তাফসীরে ইবনে কাসীর ২/৭; আদ্দুররুল মুখতার ৬/৩৬০, ৪/৩৪২

Read more Question/Answer of this issue