মুহাম্মাদ ইবনে আবদুল বারী - নেত্রকোণা
২১২১. Question
আমি এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকা মূল্যের একটি জমি ক্রয় করেছি। নগদ এক লক্ষ টাকা দিয়ে বায়না করেছি। অবশিষ্ট টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করব বলে চুক্তি করেছি। কিন্তু ৫ দিন পর সে জানিয়েছে যে, জমি বিক্রি করবে না। বায়নার টাকা দুই দিনের মধ্যে ফেরত দিবে। দুই দিন পর টাকা চাইলে সে বলেছে, টাকা খরচ হয়ে গেছে। দিতে কিছুদিন সময় লাগবে। এরপর থেকে সে শুধু টালবাহানা করছে। এভাবে একবছর হয়ে গেছে কিন্তু টাকা পরিশোধ করেনি।
এখন আমার প্রশ্ন হল, এই এক লক্ষ টাকার যাকাত দিতে হবে কি?
Answer
হ্যাঁ, ঐ এক লক্ষ টাকার যাকাত দিতে হবে। তবে টাকাগুলো হস্তগত হওয়ার পর তার যাকাত আদায় করলেই চলবে। হস্তগত হওয়ার পূর্বে যাকাত দেওয়া জরুরি নয়।
-মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪৮৪, ৪৮৬; ফাতাওয়া খানিয়া ১/২৫২; বাদায়েউস সানায়ে ২/৮৮; আলবাহরুর রায়েক ২/২০৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৫৭; আদ্দুররুল মুখতার ৫/১২০; ফাতহুল কাদীর ২/১২৩