মুহাম্মাদ সাইফুল ইসলাম - কুমিল্লা
২১১৯. Question
জনৈক ব্যক্তি যাকাতের হকদার এক গরীবকে যাকাতের কিছু টাকা দিয়ে বলেছে, এটা অমুক ব্যক্তিকে দিয়ে দিবেন। কিন্তু সে ঐ ব্যক্তিকে না দিয়ে নিজেই নিয়ে নিয়েছে। জানতে চাই, ঐ গরীব ব্যক্তি নিজে যাকাতের টাকাটা রেখে দেওয়ার দ্বারা যাকাত আদায় হয়েছে কি?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাতদাতার যাকাত আদায় হয়নি। তাকে পুনরায় যাকাত আদায় করতে হবে। আর সে ঐ গরীব ব্যক্তিকে যাকাত আদায়ের জন্য যে টাকা দিয়েছিল তা ফেরত নিতে পারবে।
-ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৩; আদ্দুররুল মুখতার ২/২৬৯; হাশিয়াতুশ শায়খ আশশিলভী আলাত তাবয়ীন ২/১৩০; ফাতাওয়া খানিয়া ১/২৬২; আলমুহিতুল বুরহানী ৩/২২৫; আলবাহরুর রায়েক ২/২১১; আলফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ২/৮৯১; ইমদাদুল আহকাম ২/১