মুহাম্মাদ আবদুল্লাহ - ঢাকা
২১১৮. Question
এক ব্যক্তি হজ্ব আদায়ের উদ্দেশ্যে মক্কা শরীফে গমন করেছেন, কিন্তু মীকাতের আগে ইহরাম বাঁধেননি। আবার আইনী জটিলতার কারণে মীকাতে ফিরে এসেও ইহরাম বাঁধতে পারেননি। প্রশ্ন হল, এই অবস্থায় হজ্বের ইহরাম তিনি কোত্থেকে বাঁধবেন? উক্ত ওজরের কারণে মীকাতের ভিতরে ইহরাম বাঁধলে তার উপর দম আসবে কি না?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মীকাতের ভিতরেও হজ্বের ইহরাম বাঁধা যাবে।
তবে বিনা ইহরামে মীকাত অতিক্রম করার কারণে তার উপর দম ওয়াজিব হয়েছে। পুনরায় মীকাতে ফিরে আসতে অক্ষম হওয়ার কারণে উক্ত দম রহিত হবে না। তবে যদি পুনরায় মীকাতে আসার সুযোগ হত আর তিনি সেখানে এসে ইহরাম বাঁধতেন তাহলে ইহরাম ছাড়া মীকাত অতিক্রমের ভুলের কারণে দম দিতে হত না।
উল্লেখ্য, কোনো ইবাদতের নিয়ত করলে প্রথমে ঐ ইবাদতের জরুরি মাসআলা-মাসাইল শিখে নিতে হয়। যেন সহীহ-শুদ্ধভাবে তা আদায় করা যায় এবং এ ধরনের ভুল না হয়।
-মুসান্নাফ ইবনে আবী শাইবা ৮/৪০৩; আলবাহরুল আমীক ১/৬১৮; গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা : ৬০; আদ্দুররুল মুখতার ২/৫৭৯-৫৮০; আলবাহরুর রায়েক ৩/৪৮; মুআল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা : ৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৫৩৮, ৫৩৯