আব্দুস সালাম - ফেনী
৫৩৫৩. Question
আমার এক আত্মীয় একজন অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি ৪ মাসের কথা বলে আমার থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। প্রায় এক বছর আগে ঋণের মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কারণে এখনো তিনি তা পরিশোধ করেননি। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের পরামর্শে আমি তার সাথে চুক্তি করি যে, আপনার কাছে আমার যে এক লাখ টাকা আছে তা আপনি ব্যবসায় খাটান। এর থেকে যা লাভ আসবে তার অর্ধেক আপনি নিবেন আর অর্ধেক আমাকে দেবেন। আমাদের উক্ত চুক্তি কি সহীহ হয়েছে?
Answer
ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা পাওয়ার পূর্বে সে টাকা ঋণগ্রহীতার কাছে বিনিয়োগ করা জায়েয নয়। তাই আপনার প্রশ্নোক্ত চুক্তি সহীহ হয়নি। লোকটি যদি আপনার টাকা আদায় করে দেয় তবে এরপরে আপনি তার সাথে অথবা অন্য যে কারো সাথে শরীয়তসম্মত পন্থায় ব্যবসার চুক্তি করতে পারবেন।
Ñকিতাবুল আছল ৪/১৩০; বাদায়েউস সানায়ে ৫/১১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩৯৩; ফাতহুল কাদীর ৭/৪১৭; তাবয়ীনুল হাকায়েক ৫/৫১৮; ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৬; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১৪০৯