Shaban-Ramadan 1442 || March-April 2021

রাকিব চৌধুরি - আদাবর, ঢাকা

৫৩৫২. Question

আমার এক আত্মীয় আমেরিকা থাকে। সেখানে তার একটি সুপার শপ আছে। আমেরিকার একটি কোম্পানি নিয়মিত তাতে হিমায়িত মুরগি সাপ্লাই দেয়। উক্ত কোম্পানিতে ইসলামী পদ্ধতি অনুযায়ী বিসমিল্লাহবলে মুরগি জবাই করা হয় না। তবে সুপার শপে এ মুরগিগুলো যদি মুসলমানদের কাছে বিক্রি করা না হয়; বরং অমুসলিম ক্রেতাদের কাছে এসব মুরগি বিক্রয় করা হয়। তাহলে তা  কি জায়েয আছে? এবং এ থেকে অর্জিত মুনাফা কি হালাল হবে?

Answer

যে প্রাণী আল্লাহর নামে জবাই করা হয় না তা মৃত প্রাণীর হুকুমে। এমন পণ্যও কোনো মুসলমানের জন্য বিক্রি করা জায়েয নয়, যদিও ক্রেতা অমুসলিম হয়। তাই এমন ব্যবসা থেকে বিরত থাকা কর্তব্য।

Ñবাদায়েউস সানায়ে ৪/৩৩১; আয্যাখীরাতুল বুরহানিয়া ৯/৩৮৮; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৩৭২; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৫; আদ্দুররুল মুখতার ৫/৫৪

Read more Question/Answer of this issue