Shaban-Ramadan 1442 || March-April 2021

আনসার - কুতুবদিয়া

৫৩৫১. Question

আমরা দুই বন্ধু ফসল করার জন্য যৌথ একটি জমি ক্রয় করি। আমার ঐ বন্ধু তার অংশ একটি মসজিদের জন্য ওয়াকফ করার ইচ্ছা করেছিল; কিন্তু তা আর করা হয়নি। কিছুদিন পর আমার অংশটুকু উক্ত মসজিদের জন্য ওয়াকফ করে দিই। বাকি এখনো ভাগ করা হয়নি। তখন একজন আলেম শুনে বললেন যে, বণ্টনের পূর্বে আপনার ওয়াকফ করা সহীহ হয়নি।

হুজুরের নিকট জানতে চাচ্ছি, আমার অংশটুকু বণ্টনের পূর্বে ওয়াকফ করা সহীহ হয়েছে কি না? আমি যদি ভাগ করে আমার অংশটুকু মসজিদ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিই, তা কি যথেষ্ট হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত জমি থেকে আপনার অংশটুকু ওয়াকফ করা সহীহ হয়েছে। আপনার বন্ধুও যদি পূর্ব ইচ্ছা অনুযায়ী নিজ অংশ দিয়ে দেয় তাহলে তো পুরো জমিই মসজিদের হয়ে যাবে। অন্যথায় আপনি নিজ অংশ বন্ধু থেকে আলাদা করে তা মসজিদের দায়িত্বশীলদের বুঝিয়ে দিবেন। যৌথ সম্পত্তি যদি বণ্টনযোগ্য হয় তাহলে এর ওয়াকফ সহীহ হয়ে যায়।

Ñখিযানাতুল আকমাল ৪/৪৪৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/১০৬; তাবয়ীনুল হাকায়েক ৪/২৬৩; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬

Read more Question/Answer of this issue