মারইয়াম - আমিশা পাড়া, নোয়াখালী
৫৩৫০. Question
কিছুদিন আগে আমাদের গ্রামে এক ছেলের চোখে ফুসকুড়ি ওঠে। এরপর জ্বালাপোড়া কমানোর জন্য গ্রামের প্রচলিত চিকিৎসা অনুযায়ী পাশের বাড়ির এক মহিলা তার চোখে দেয়ার জন্য একটি ছোট পাত্রে ৭/৮ ফোঁটা বুকের দুধ দিয়ে আসে। ঘটনাক্রমে ঐ পাত্র থেকে দুধটুকু অসুস্থ ছেলেটির দেড় বছরের ভাগ্নী খেয়ে ফেলে। জানার বিষয় হল, পাত্র থেকে এতটুকু দুধ পান করার কারণে দুধসম্পর্ক সাব্যস্ত হবে কি না? ঐ মেয়ে বড় হলে তার ছেলেদের সাথে দেখা দিতে পারবে কি না?
Answer
দুই বছরের ভেতর বুকের দুধ অল্প পান করলেও দুধ সম্পর্কের হুকুম সাব্যস্ত হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ মহিলার সাথে ছেলেটির ভাগ্নীর দুধ সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। কারণ ৭/৮ ফোঁটা দুধ পান করলে তা পেটে চলে যাওয়াই স্বাভাবিক।
মুজাহিদ রাহ. আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণনা করেনÑ
يُحَرِّمُ قَلِيلُ الرّضَاعِ كَمَا يُحَرِّمُ كَثِيرُهُ.
বেশি পান করলে যেমনিভাবে দুগ্ধ সম্পর্ক স্থাপিত হয় অল্প পান করলেও তেমনিভাবে দুগ্ধ সম্পর্ক স্থাপিত হয়। (মুসন্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১৭৩১২)
তাই ঐ মেয়েটি তার দুধমার ছেলের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে।
Ñমুখতারাতুন নাওয়াযিল ২/৮৯; খুলাসাতুল ফাতাওয়া ২/১১; খিযানাতুল আকমাল ১/৪১৭; আলহাবিল কুদসী ১/৩৭৭; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬১; এলাউস সুনান ১১/১১৭