Shaban-Ramadan 1442 || March-April 2021

সালমান আহমাদ - খুলনা

৫৩৪৯. Question

জনৈক ব্যক্তির ছেলে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তিনি মান্নত করেন যে, আল্লাহ যদি তার ছেলেকে সুস্থ করে দেন তাহলে তিনি একটি ছাগল সদকা করবেন। আল্লাহর মেহেরবানীতে পরবর্তীতে তার ছেলে সুস্থ হয়ে যায়। এখন তিনি তার মান্নত পূর্ণ করতে চাচ্ছেন। কিন্তু লোকটি এত বেশি দরিদ্র যে, তিনি নিজেই যাকাত-সদকা গ্রহণের উপযুক্ত। এমতাবস্থায় তিনি কি তার মান্নতের ছাগল থেকে নিজে খাওয়ার জন্য কিছু অংশ রেখে দিতে পারবেন? সঠিক মাসআলাটি জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তির মান্নত আদায়ের জন্য একটি ছাগলের পুরোটাই গরিব-মিসকিনকে সদকা করে দেওয়া আবশ্যক। গরিব হলেও সে নিজে তা থেকে কিছুই খেতে পারবে না।

Ñআয্যাখীরাতুল বুরহানিয়া ৮/৩১৪; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৩৮; আলবাহরুর রায়েক ৮/১৭৮; রদ্দুল মুহতার ৬/৩২৭

Read more Question/Answer of this issue