Shaban-Ramadan 1442 || March-April 2021

ইলিয়াস - যাত্রাবাড়ি

৫৩৪৭. Question

গত রমযানে এক রাতে আমি সেহরির পর মুখে পান রেখে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙ্গেছে তখন ফজরের সময় হয়ে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে দ্রæত পানটি ফেলে দিই। জানার বিষয় হল, আমার ঐ দিনের রোযা কি সহীহ হয়েছে?

Answer

ঘুমন্ত অবস্থায় মুখে থাকা পানের রস লালার সঙ্গে পেটে চলে যাওয়াই স্বাভাবিক। তাই এক্ষেত্রে সতর্কতামূলক রোযা ভেঙ্গে গেছে বলে ধতর্ব্য হবে। অতএব রোযাটি কাযা করে নিতে হবে। তবে কাফফারা লাগবে না।

Ñআলমুহীতুল বুরহানী ৩/৪৯৩; আলহাবিল কুদসী ১/৩১৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০২; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৮৯; রদ্দুল মুহতার ২/৪০১

Read more Question/Answer of this issue