ইমন - আজমপুর, ঢাকা
৫৩৪৬. Question
আমাদের এলাকায় মশার খুব উপদ্রব। বিকাল হলেই দরজা-জানালা বন্ধ করে দিতে হয় মশা ঘরে কম ঢোকার জন্য। তারপরও ঘরে অনেক মশা থাকে। তাই আমরা কয়েল জালাই। একদিন রমযানে আমাদের বাসায় একজন মেহমান আসেন। আমরা স্বাভাবিকরীতি অনুযায়ী বিকালে কয়েল জালিয়ে দিই। তখন ঐ মেহমান বললেন, কয়েল বন্ধ কর। রোযা অবস্থায় কয়েল জালানো ঠিক নয়। এর ধোঁয়া নাকে গেলে রোযা নষ্ট হয়ে যায়। জানার বিষয় হল, ঐ মেহমানের কথা কি ঠিক?
Answer
লোকটির কথা ঠিক নয়। রোযা অবস্থায় কয়েল জালালে রোযার সমস্যা হয় না। কয়েল জালালে সাধারণত এর গন্ধটাই নাকে যায়। আর কখনো যদি ধোঁয়াও নাকে চলে যায় তুবও রোযা ভাঙ্গবে না। কেননা অনিচ্ছাকৃত নাক দিয়ে ধোঁয়া চলে গেলে রোযা ভাঙ্গে না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কয়েল বা অন্য কিছুর ধোঁয়া নাক দিয়ে টেনে নেয় তাহলে সেক্ষেত্রে রোযা ভেঙ্গে যাবে।
Ñকিতাবুল আছল ২/১৭১; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৯; ফাতাওয়া খানিয়া ১/২০৮; গুনইয়াতু যাবিল আহকাম (আশশুরুমবুলালিয়া) ১/২০২; মারাকিল ফালাহ, পৃ. ৩৬১; মাজমাউল আনহুর ১/৩৬১