Shaban-Ramadan 1442 || March-April 2021

শহিদুল ইসলাম - খুলনা

৫৩৪৪. Question

আমাদের এলাকায় একটি ছোট মসজিদ আছে। সেটিতে বর্তমানে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণ করা খুবই প্রয়োজন। কিন্তু মসজিদের সামনে অনেক পুরাতন একটি কবর আছে, যা মসজিদের ওয়াকফিয়া জায়গাতেই অবস্থিত। এটি যদি আপন অবস্থায় বহাল রাখা হয় তাহলে তা মসজিদের ভেতরের অংশে চলে যায়। এমতাবস্থায় কবরটির জায়গায় কি মসজিদ সম্প্রসারণ করা যাবে? যদি যায় তাহলে কবরটি কী করা হবে? বিস্তারিত জানতে চাই।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে কবরটি যেহেতু পুরাতন হয়ে গেছে এবং মসজিদের ওয়াকফিয়া জায়গায় অবস্থিত তাই উক্ত কবর সমান করে সেখানে মসজিদ সম্প্রসারণ করা যাবে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু কবরটি সমান না করে কবরের হালতে রেখে দিয়ে সেখানে মসজিদ সম্প্রসারণ করা যাবে না।

Ñসহীহ মুসলিম, হাদীস ৫২৪; শরহে মুসলিম, নববী ৫/৭; উমদাতুল কারী ৪/১৭৪; আলমুহীতুল বুরহানী ৯/১৪৫; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৯০, ৪৭০; রদ্দুল মুহতার ৪/৪৪৫

Read more Question/Answer of this issue